বিমান টিকিটে ৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৯ মে ২০২৩
ফাইল ছবি

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটে টিকিটে পাঁচ শতাংশ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (২৯ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইটে এক পোস্টারে তথ্য জানানো হয়।

পোস্টারে লেখা রয়েছে, বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের টিকেট ক্রয়ের ক্ষেত্রে নতুন প্রমোকোড চালু করেছে। যে কেউ এ প্রমোকোড (newyear23) ব্যবহার করলে মূল ভাড়ার ওপর পাঁচ শতাংশ বিশেষ মূল্যছাড় পাওয়া যাচ্ছে।

অফারটি চলবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

আরও পড়ুন>>> তিন হাজার টাকায় চট্টগ্রাম ও সিলেটে বিমানের টিকিট

এর আগে ঈদুল ফিতর উপলক্ষে রমাদান অফারের পর যাত্রীদের জন্য অফার ঘোষণা করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তখন মাত্র তিন হাজার টাকায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ঢাকা এবং ঢাকা-সিলেট ও সিলেট-ঢাকা এয়ার টিকিট। অফারটি ১৫ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলে।

এমএমএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।