মশা নিধনে ডিএনসিসির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু

মশা নিধনে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ৫ জুন পর্যন্ত এ বিশেষ অভিযান চলবে।
সোমবার (২৯মে) সকালে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এ অভিযান উদ্বোধন করেন।
তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশনায় বর্ষা মৌসুমের শুরুতেই আমরা নানা পদক্ষেপ গ্রহণ করেছি। ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে আজ থেকে সপ্তাহব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলবে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযানে ব্যাপক প্রচারণা চালানো হবে। আমাদের মশক কর্মীদের পাশাপাশি মঙ্গলবার থেকে বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও মাঠে নামবেন।
আরও পড়ুন>> ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি, পাঁচ মাসে আক্রান্ত ১৭০৪
তিনি বলেন, শুধু সিটি করপোরেশন একা নয়, বরং ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা প্রয়োজন। জনগণ সচেতন না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। আমরা নিজেরাই এডিসের লার্ভার প্রজননক্ষেত্র তৈরি করি। বাসাবাড়িতে, ছাদবাগানে পানি জমিয়ে রেখে লার্ভা সৃষ্টি করছি। সিটি করপোরেশনের কর্মীদের পক্ষে বাড়ি বাড়ি ঢুকে এসব লার্ভা ধ্বংস করা সম্ভব হয় না। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সেলিম রেজা বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের পাশাপাশি বিএনসিসি ও স্কাউটকে যুক্ত করেছি। ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে ৪০০মিটার×৪০০মিটার গ্রিডে ভাগ করে এ সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।
আরও পড়ুন>> ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭২ জন
তিনি আরও বলেন, ব্যাপক প্রচারণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন এবং লার্ভা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমান, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আমেনা বেগম প্রমুখ।
এমএমএ/ইএ/এমএস