মুগদায় এক যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মুগদা থেকে মো. ফিরোজ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সহযোগীসহ ৪০ মামলার আসামি ‘মোশা বাহিনী’র প্রধান গ্রেফতার
তিনি আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি নিহত যুবক ২৭ মে মুগদা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় তার।
এসআই জানান, নিহত যুবকের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনর পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস