ডিইউজের সভাপতি শহিদুল, সাধারণ সম্পাদক খুরশীদ আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০২ জুন ২০২৩

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে শহিদুল ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে দুটি প্যানেল শহিদ-খুরশীদ পরিষদ ও প্রধান-নাহিদ পরিষদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এ ছাড়া বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে মোট ২ হাজার ৩১৭ ভোটারের মধ্যে ১ হাজার ৩২০ জন ভোট দেন।

বৃহস্পতিবার (১ জুন) রাতে প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে শহিদ-খুরশীদ পরিষদের তিনজনই বিজয়ী হয়েছেন। তারা হলেন, রফিক মুহাম্মদ, খন্দকার হাসনাত করিম এবং রাশেদুল হক। এ ছাড়াও নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে দিদারুল আলম দিদার বিজয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ হয়েছেন খন্দকার আলমগীর হোসাইন।

সাংগঠনিক সম্পাদক পদে সাঈদ খান বিজয়ী হয়েছেন। প্রচার সম্পাদক পদে আবুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রফিক লিটন, জনকল্যাণ সম্পাদক পদে সালাহ উদ্দিন রাজ্জাক, দফতর সম্পাদক পদে ইকবাল মজুমদার তৌহিদ বিজয়ী হয়েছেন।

৮টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আমীর হামযা চৌধুরী, নিজাম উদ্দিন, রাজু আহমেদ, এম মোশাররফ হোসাইন, তালুকদার এইচএম নুরুল মোমেন (তালুকতার রুমী), মুহাম্মদ আনোয়ারুল হক (গাজী আনোয়ার), আব্দুল্লাহ মজুমদার, ফখরুল ইসলাম।

এনএইচ/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।