ধানমন্ডি লেকে ভাসছিল কিশোরের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৩ জুন ২০২৩
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় কিশোরের (১৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই কিশোর ভবঘুরে ছিল বলে জানা গেছে।

শনিবার (৩ জুন) সকাল পৌনে আটটার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ধানমন্ডি লেক থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই কিশোর ভবঘুরে ছিল জানিয়ে এসআই মো. আব্দুল্লাহ জানান, ধারণা করছি গোসল করতে লেকে নামে সে। তবে সাঁতার না জানায় পানিতে ডুবে মারা যায়। এরপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ক্রাইমসিন ইউনিটকে খবর দিয়েছি, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত কিশোরের নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।