ঢাকায় গ্রেফতার সুনামগঞ্জের ডাকাত সর্দার সোহেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৬ জুন ২০২৩

গত বছরের ২৭ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার সোহেল মিয়াকে (৩৯) গ্রেফতার করে র‌্যাব। সোমবার (৫ জুন) গভীর রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ জুন) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বছরের ২৭ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতক থানার জালালপুর এলাকায় সাইদুল ইসলাম ডালিম নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিতে নেতৃত্ব দেন সোহেল মিয়া। তিনি ও তার সঙ্গীরা অস্ত্রশস্ত্রে সর্জিত হয়ে সুনামগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতির কার্যক্রম চালাতেন।

এ র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেফতার সোহেল মিয়া অপরাধ স্বীকার করেছেন। তার নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তিনি বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন। জামিনে বের পেয়ে আবারও একই কাজে যুক্ত হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরএসএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।