যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৬ জুন ২০২৩

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদারকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ জুন) এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ২০১৩ সালে শরিয়তপুরের ডামুড্যা থানায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক শিকদার ওরফে রাজনকে (৩১) গ্রেফতার করা হয়। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে যাবজ্জীবন সাজা দেন।

র‌্যাব জানায়, রায় ঘোষণার পর থেকেই আসামি রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় র‌্যাব।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।