১০ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের জন্য হবে ১৯ হোস্টেল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৬ জুন ২০২৩
রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ হবে। এটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ জন্য ব্যয় হবে এক হাজার ৪২৮ কোটি ৭৫ লাখ টাকা। চলতি সময় থেকে ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

মঙ্গলবার (৬ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্প ছাড়াও আরও ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: পটুয়াখালী মেডিকেল কলেজসহ একনেকে ১৮ প্রকল্প অনুমোদন

এরমধ্যে সরকারি অর্থায়ন হবে সাত হাজার ৪৪০ কোটি ৩৪ লাখ টাকা। এছাড়া বৈদেশিক অর্থায়ন তিন হাজার ৮৬১ কোটি ৭২ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৮ লাখ টাকা।

প্রকল্প এলাকা

ঢাকা সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন এবং দিনাজপুর পৌরসভা।

আরও পড়ুন: বস্তিবাসীর জন্য রাজধানীতে ১০০১ ফ্ল্যাট: সংসদে গণপূর্তমন্ত্রী

প্রধান কার্যক্রম

ছাত্রছাত্রীদের জন্য দুই লাখ ৪০ হাজার ৩৬৬ বর্গমিটার ১৯টি হোস্টেল ভবন নির্মাণ। বৈদ্যুতিক সরঞ্জামাদি, আসবাবপত্র, অফিস ও হোস্টেল সরঞ্জামাদি কেনা। পাঁচজন আউটসোর্সিং, ও একটি জিপ কেনা।

পরিকল্পনা কমিশনের মতামত

প্রকল্পটি ১৯টি হোস্টেল ভবন নির্মাণের মাধ্যমে আট হাজার ৯০৮ ছাত্রছাত্রীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণসহ মানসম্মত চিকিৎসক তৈরিতে অবদান রাখবে।

এমওএস/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।