অবৈধ দোকান ও কাঁচাবাজার উচ্ছেদে ঢাকা দক্ষিণ সিটির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ এএম, ০৭ জুন ২০২৩

অবৈধ দোকান ও কাঁচাবাজার উচ্ছেদে আহসান মঞ্জিলের সামনের সড়ক ও সংলগ্ন এলাকায় এবং ধানমন্ডি ৯/এ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (৬ জুন) দক্ষিণ সিটির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে আহসান মঞ্জিল সংলগ্ন সামনের রাস্তায় ২৫টি অবৈধ অস্থায়ী দোকান এবং ধানমন্ডি এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করা হয়। এ সময় আহসান মঞ্জিল সংলগ্ন এলাকায় চার মামলায় ১৫ হাজার ৫০০ টাকা এবং ধানমন্ডি ৯/এ এলাকায় দুটি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আহসান মঞ্জিলে প্রবেশপথের মূল ফটকে ২৫-২৬টি অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা নির্মাণ করায় দর্শনার্থীদের চলাচল বাধাগ্রস্ত করা হচ্ছিল। আজকে অভিযান চালিয়ে সেখানকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ধানমন্ডিতে অবৈধভাবে একটি কাঁচাবাজার গড়ে তুলে সড়ক ও ফুটপাত দখল করে যান চলাচল ও জনগণের চলাফেরায় বাধা সৃষ্টি করা হচ্ছিল। সেই কাঁচাবাজারও আমরা উচ্ছেদ করেছি।’

এমএমএ/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।