আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ০৭ জুন ২০২৩

রাজধানীর বনানী থানা এলাকা থেকে জামায়াত নেতা তাজুল ইসলাম ও মাওলানা রাফিসহ আটক জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

বুধবার (৭ জুন) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

আটক জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার (৬ জুন) রাতে বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

মামলায় উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারকে উৎখাত ও পতনের লক্ষ্যে জনসাধারণ, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কর্মকাণ্ডের লক্ষ্যে ষড়যন্ত্র করছিলেন। বনানী ওয়্যারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। সেখান থেকে রাতে তাদের আটক করা হয়।

এর আগে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে বনানীর ওয়্যারলেস গেট এলাকা থেকে বনানী থানা জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। তাদের মধ্যে বনানী থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রাফি রয়েছেন।

আরও পড়ুন: বনানী থানা জামায়াত আমির-সেক্রেটারিসহ আটক ১০

পুলিশ জানিয়েছে, বনানী ওয়্যারলেস গেট নবাবী রেস্টুরেন্টে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

ওসি মোস্তাফিজুর বলেন, আগামী ১০ জুনের ঢাকায় বিক্ষোভ সমাবেশ ঘিরে মঙ্গলবার রাতে তারা গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। এসময় ১০ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

আগামী ১০ জুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। এজন্য গতকাল মঙ্গলবার ডিএমপির কাছে অনুমতি চেয়ে আবেদনপত্র দেওয়া হয়েছে। ডিএমপি আবেদন গ্রহণ করলেও জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডিএমপি সদরদপ্তরের যুগ্ম-কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার।

আরও পড়ুন: ঢাকায় জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না, সিদ্ধান্ত পরে

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের নেতা ও অন্য ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত সোমবার (৫ জুন) রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করার কথা ছিল জামায়াতের। কিন্তু কর্মদিবস ও অফিস-আদালত সবকিছু খোলা থাকায় জনদুর্ভোগের কারণ দেখিয়ে ডিএমপি সমাবেশের অনুমতি দেয়নি। পরে কর্মসূচি স্থগিত ঘোষণা করে জামায়াত।

ওইদিনই বিকেলেই ১০ জুন দুপুর ২টা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা দেয় জামায়াত।

আরও পড়ুন: জামায়াতের বিক্ষোভ সমাবেশ স্থগিত, নতুন কর্মসূচি ১০ জুন

আরএসএম/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।