তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৩ পিএম, ০৭ জুন ২০২৩
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মো. দুলাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের গাড়ির চালক ছিলেন। বুধবার (৭ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, তেজগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। পরে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে।ন তিনি একটি পাওয়ার জেনারেশন কোম্পানির গাড়িচালক ছিলেন।

তিনি বলেন, নিহত যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে।

এদিকে কমলাপুরে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জাগো নিউজকে বলেন, তেজগাঁও রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থল ও মেডিকেলে যাচ্ছে। তারপর বিস্তারিত জানা যাবে।

আরএসএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।