স্ত্রীকে হত্যা করে আত্মগোপনে থাকা স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৮ জুন ২০২৩

কুমিল্লায় স্ত্রী শুকতারাকে হত্যা করে চট্টগ্রামে আত্মগোপনে থাকা স্বামী রাজন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন ফয়স লেক সি-ওয়ার্ল্ড পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজন মিয়া কুমিল্লা জেলার তিতাস থানাধীন মঙ্গলকান্দি গ্রামের শুক্কুর আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭।

র‌্যাব জানায়, শুকতারার সাথে ২০১২ সালে রাজন মিয়ার বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। মাদক সেবনের টাকার জন্য রাজন প্রায় সময় তার স্ত্রী শুকতারার সাথে ঝগড়া করতো। এরই ধারাবাহিকতায় গত ১২ এপ্রিল রাত ১১টার দিকে টাকার জন্য উচ্চস্বরে ডেকসেট বাজিয়ে শিশুসন্তানদের সামনে ভিকটিমকে মারধর করে রাজন। একপর্যায়ে হাতে মোটরসাইকেলের চেইন পেঁচিয়ে ভিকটিমের মুখে এলোপাতাড়ি ঘুসি মারতে থাকে। রাত ৩টার দিকে রাজনের মা ভিকটিমের মাকে ফোনে জানায় ভিকটিম শুকতারা গুরুতর অসুস্থ, তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভিকটিমের বাবা হাসপাতালে গিয়ে ভিকটিমকে মৃত অবস্থায় পান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে তিতাস থানায় ঘাতক স্বামী রাজন মিয়া ও তার মা-বাবা, ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে যান।

র‌্যাব জানায়, কুমিল্লায় স্ত্রীকে হত্যার পর স্বামী রাজন মিয়া চট্টগ্রামে আত্মগোপন করে আছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়’স লেক সি ওয়ার্ল্ড পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে তিতাস থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় বলে জানায় র‌্যাব।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।