যাত্রাবাড়ী থেকে ধর্ষণ ও মাদক মামলার দুই আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন শহীদুল হাওলাদার (৩৫)। তিনি ধর্ষণ মামলার আসামি। আরকজন হলেন মো. শাহীন আলম (৩৪)। তিনি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, বুধবার র্যাবের একটি দল যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদুল হাওলাদারকে গ্রেফতার করে। তিনি পটুয়াখালীর গলাচিপায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগের মামলার আসামি। নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার যাত্রাবাড়ীর ধলপুর থেকে মো. শাহীন আলমকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতার শাহীন আলম মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
আরএসএম/জেডএইচ/জেআইএম