ঢাকায় ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ২

ঢাকার ভাটারা ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এবং ধর্ষণ মামলায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুই জন হলো হলো, মো. ইলিয়াস আহম্মেদ (৩৪) ও মো. তৌহিদ (২০)।
শুক্রবার (৯ জুন) বিকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব। তিনি জানান, বৃহস্পতিবার (৮ জুন) র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও ২ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি ইলিয়াস আহম্মেদকে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ধর্ষণ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. তৌহিদকে (২০) গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল আসামিরা।
গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/এসএনআর/এএসএম