আসাদ ক্ষমতা থেকে সরবেন নয়তো মরবেন


প্রকাশিত: ০৪:১৭ এএম, ১৩ মার্চ ২০১৬

আসাদকে হয় ক্ষমতা থেকে সরে যেতে হবে নয়তো মরতে হবে অথবা কোনো মতে বেঁচে থাকতে হবে। এমনটাই দাবী করেছে সিরিয়ায় বাশার বিরোধী জোট হাই নেগোসিয়েশন কমিটি (এইচএনসি)। শনিবার এইচএনসি শপথ করে বলেছে, যদি শান্তি আলোচনার মাধ্যমে দীর্ঘ পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসান হয় তবে আসাদকে হয় ক্ষমতা ছাড়তে হবে নয়তো বাঁচা-মরার কোনো একটিকে বেছে নিতে হবে।

জাতিসংঘের উদ্যোগে সোমবার জেনেভায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা সংঘাতে সিরিয়ায় এ পর্যন্ত ২ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া দেশটির অর্ধেক মানুষই নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

বিরোধী পক্ষের প্রধান অংশগ্রহণকারী মোহাম্মদ আল্লাউস জেনেভায় এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা বিশ্বাস করি আসাদের পতন বা মৃত্যুর মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সময় শুরু হওয়া উচিত। এই সরকার ক্ষমতায় থাকলে এটা শুরু হতে পারে না।

এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম বলেছেন, আমরা কারো সঙ্গে প্রেসিডেন্টের বিষয়ে কোনো কথা বলতে চাই না। তবে তারা (এইচএনসি) যদি এই প্রক্রিয়া অব্যাহত রাখে তবে তাদের জেনেভায় আসার কোনো প্রয়োজন নেই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।