সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন বিশেষজ্ঞরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৬ পিএম, ২১ জুন ২০২৩

সুইজারল্যান্ড সফরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) গণভবনে সুইজারল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

প্রধানমন্ত্রী তার সফরের সারসংক্ষেপ তুলে ধরে বলেন, ১৫ জুন, দুপুরে আমি জেনেভায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত বাংলাদেশ স্থায়ী প্রতিনিধিদের আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করি। জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ অন্যান্য কয়েকটি সংস্থার প্রধানরা এতে যোগ দেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, মিজ তাতিনা ভালোভায়া, মহাপরিচালক, ইউএনওজি, মিজ মিয়া সেপ্পো, অতিরিক্ত মহাপরিচালক, আইএলও, মিজ রেবেকা গ্রায়েনস্প্যান, মহাসচিব, আঙ্কটার্ড, প্রফেসর ক্লাউস সোয়াব, প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, প্রফেসর পেটেরি তালাস, মহাসচিব, ডব্লিউএমও, মিজ ড্যারেন টাং, মহাপরিচালক, ডব্লিউআইপিও, ডরীন বগড্যান, মহাসচিব, আইটিইউ, প্রিন্স রহিম আগা খান, একেডিএন, ভলকার টার্ক, হাই কমিশনার ফর হিউম্যান রাইটাস, ওএইচসিএইচআর। পাশাপাশি আইন ও সংসদবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র সচিব, জেনেভায় স্থায়ী প্রতিনিধিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, মত বিনিময়কালে উপস্থিত অতিথিরা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জসমূহ নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি আরও বলেন, আমি এবং আমার সহকর্মীরা তাদের বিভিন্ন বিষয়ে অবহিত করি। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আমরা যেসব উদ্যোগ গ্রহণ করেছি সেগুলো তুলে ধরি। প্রতিনিধিরা বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় তাদের নিজ নিজ সংস্থার কার্যক্রম বজায় রাখার ক্ষেত্রে আরও সৃজনশীল ও ভবিষ্যৎমুখী হওয়ার বিষয়ে আমাদের আশ্বস্ত করেন।

প্রধানমন্ত্রী আরও জানান, তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়েলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, গভীর সমুদ্রে মৎস্য আহরণের সক্ষমতা বৃদ্ধি, মৎস্য খাতে ভর্তুকিবিষয়ক চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিনি বিশ্ব বাণিজ্য সংস্থার পরবর্তী মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের মতো উত্তরণশীল স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে একটি অনুকূল সিদ্ধান্তের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এসইউজে/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।