ন্যাশনাল আইডিয়াল কলেজের অধ্যক্ষ লাঞ্ছিত


প্রকাশিত: ০৬:১৪ এএম, ১৪ মার্চ ২০১৬

রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করেছে অভিভাবকরা। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফেল করা অভিভাবকরা ক্ষুদ্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। তাদের দাবি, পরিকল্পিতভাবে অর্থ আদায়ের জন্য শিক্ষার্থীদের ফেলা করানো হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

একাধিক অভিভাবক অভিযোগ করেন, একাদশ শ্রেণির অসংখ্য শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে ফেলা করানো হয়েছে। সকালে অভিভাবকরা কয়েক দফায় বিষয়টি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। অধ্যক্ষ ফেল করা শিক্ষার্থীদের টিসি দেওয়ার কথা জানালে অভিভাবকরা বলেন, একাদশ শ্রেণিতে ফেল করলে টিসি দেওয়ার সরকারি বিধান নেই। এক পর্যায়ে অধ্যক্ষ উত্তেজিত হলে অভিভাবকরা তাকে লাঞ্ছিত করে।

অভিভাবকদের অভিযোগ, অতিরিক্ত অর্থ আদায় করার জন্য পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের ফেলা করানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে  খিলগাঁও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে রাজধানীর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাকসুদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  কোন কথা বলতে রাজি হননি।

এনএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।