পুরোহিত হত্যা : মূলহোতা রমজান আলীর স্বীকারোক্তি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পুরোহিত যজ্ঞেশ্বর রায় হত্যার মূলহোতা জেএমবি সদস্য রমজান আলী এবার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। সোমবার বিকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুনের আদালতে হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রমজান আলী।
এর আগে একই আদালতে জেএমবি সদস্য আলমগীর হোসেন এবং হারিজ আলী ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। জবানবন্দি শেষে তাকে জেল হাজতে পাঠানো হয়।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত বলেন, পুরোহিত হত্যাকাণ্ডের ঘটনায় মোট সাত জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে তিনজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে বাকি আসামিদের জেল হাজতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জে মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হন গোপাল চন্দ্র নামে আরেক পূজারী। পুলিশ ঘটনার দিন তিন জেএমবি সদস্যকে গ্রেফতার করে। তাদের দেয়া তথ্যমতে ঘটনার পাঁচ দিনের মাথায় অস্ত্রসহ তিনজন এবং পরে আরেক জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
সফিকুল আলম/এআরএ/পিআর