ঋণের টাকা না পেয়ে বড়ভাইকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ৩০ জুন ২০২৩
ফাইল ছবি

চট্টগ্রামের চন্দনাইশে ঋণের টাকা না পেয়ে বড়ভাই মো. মুছাকে (৫৫) ছুরিকাঘাতে হত্যা করেছেন তারই ছোটভাই। এ ঘটনায় অভিযুক্ত ছোটভাই আবদুল বায়েজ পলাতক রয়েছেন।

শুক্রবার (৩০ জুন) সকালে চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার ফুলতলা গ্রামের ছগির পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, ২০১৩ সালে বড়ভাই মুছা একটি সিএনজি অটোরিকশা কেনেন। ওইসময় ছোটভাই বায়েজের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন মুছা। ওই টাকা এখন সুদে-আসলে বেড়ে ১৪ লাখ টাকা হয়েছে বলে দাবি করেন বায়েজ। এসব বিষয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। কোরবানির দিনও তারা ঝগড়া করেন। এরপর আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া থামান।

ওসি আনোয়ার হোসেন আরও বলেন, শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয়ভাবে বৈঠক হওয়ার কথা ছিল। এরমধ্যে শুক্রবার সকালে আবারও কথা কাটাকাটির একপর্যায়ে ছোটভাই বায়েজ বড়ভাইকে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।