রিজার্ভের টাকা চুরির ঘটনায় কেবল গভর্নর দায়ী নয়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির ঘটনায় কেবলমাত্র গভর্নরকে দায়ী করলেই হবে না।
তিনি বলেন, গভর্নরের উপর মন্ত্রী সরকার আছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে। আর অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত।
মঙ্গলবার দুপুরে কাউন্সিলস্থল রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, গভর্নরকে একা দায়ী করলে হবে না। এর উপর মন্ত্রী সরকার আছে। দেশের সম্পদ লুটে নিয়ে যাচ্ছে। এ ঘটনায় অবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত।
তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে না হলে এত বড় চুরি সম্ভব হতো না। সরকার এর দায় এড়াতে পারে না। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।
এর আগে বিএনপির কাউন্সিলে শৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাবেক এ সেনা কর্মকর্তা।
এমএম/জেএইচ/পিআর