বাংলাদেশ-সুইজারল্যান্ড সরাসরি ফ্লাইট চালুর চুক্তির খসড়া চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৫ জুলাই ২০২৩

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনে একটি দ্বি-পাক্ষিক চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে। এজন্য মঙ্গলবার (৪ জুলাই) এবং আজ বুধবার (৫ জুলাই) বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের সদরদপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা সভা হয়।

চুক্তিটি চূড়ান্ত সইয়ের জন্য উভয় দেশ উদ্যোগ গ্রহণ করার আগ্রহ ব্যক্ত করে সভায় একটি সম্মত-কার্যবিবরণী সই হয়েছে। চূড়ান্তভাবে চুক্তিটি সই হলে বাংলাদেশের জন্য ইউরোপের একটি নতুন ও সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে।

এর মাধ্যমে সরাসরি ফ্লাইটে সুইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের এবং আকাশপথে পণ্য পরিবহনের আরও একটি ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে।

এমএমএ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।