বাড্ডা ও মতিঝিল থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪২ পিএম, ০৬ জুলাই ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা ও মতিঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা পৃথক অফিস আদেশে এ বদলি করা হয়।

ডিএমপির বাড্ডার ওসি মো. আবুল কালাম আজাদকে মতিঝিল থানার ওসি এবং ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে বদলির আদেশপ্রাপ্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবদুল কাইউমকে বাড্ডা থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মতিঝিল থানার ওসি মো. মিজানুর রহমানকে গোয়েন্দা-মিরপুর বিভাগ ও সিটি-সাইবার ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামানকে শ্যামপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল হোসেনকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শের আলমকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।

টিটি/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।