ভারতে পাচার ১২ বাংলাদেশিকে দেশে ফেরত
সীমান্ত পথে ভারতে পাচার হওয়া নয় কিশোর ও তিন নারী শিশুকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দু`দেশের বন্দি চুক্তি আইনে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে তাদের হস্তান্তর করা হয়। চার বছর আগে পাচার হয়েছিল বলে জানান তারা।
ফেরত আসা বাংলাদেশিরা হলো, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাঘমাসি গ্রামের বিভূধানের ছেলে রনি (১৭), বরিশালের গৌরনদী উপজেলার ঘুরিয়া গ্রামের সুবোধ সিকদারের ছেলে বিনয় সিকদার (১৪), আগৈলঝড়া উপজেলার হুসিয়ারমাত গ্রামের সুব্রত সরকারের ছেলে ইমন সরকার (১৮), কুইচারমার গ্রামের বাদলে ছেলে বাধন বরুই (১৫), যশোরের বেনাপোল বন্দর এলাকার ধুলাখার ছেলে আলামিন (১৬), যশোর সদরের নদলীদাহ গ্রামের আব্দুল মান্নানের ছেলে সুমন (১৯), শার্শা উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সবুজ (১৪), বাঘারপাড়া উপজেলার কড়াইতলা গ্রামের আক্তারুজ্জামানের ছেলে মাজহারুল ইসলাম (১৭), নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার আজমারিবাদ গ্রামের নুরুল ইসলামের ছেলে ছাব্বির হোসেন (১৬), ময়মনসিংহের নানদাই উপজেলার চরবালামারী গ্রামের রুপম ফকিরের মেয়ে শিল্পী আক্তর (২০), নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের আবু কাশেম মোল্লার স্ত্রী শিরিনা বেগম (৪২) ও রাগু খানের মেয়ে রিয়া খান (৫)।
২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফী জানান, ফেরত আসা বাংলাদেশিদের এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, ফেরত আসা কিশোর ও নারী শিশুদের যশোর শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জামাল হোসেন/এমএএস/আরআইপি