ভূমি মন্ত্রণালয়
ভূমিসেবা সিস্টেম থেকে তথ্য ফাঁসের তথ্য পাওয়া যায়নি
ভূমিসেবা সংক্রান্ত সিস্টেম থেকে নাগরিকদের তথ্য ফাঁস সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশন বা আইসিটি বিভাগ থেকে পাওয়া যায়নি বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। সোমবার (১০ জুলাই) এক গণবিজ্ঞপ্তিতে ভূমি মন্ত্রণালয় এ কথা জানায়।
বাংলাদেশ সরকারের একটি ওয়েবসাইট থেকে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে। এরমধ্যে রয়েছে নাগরিকদের নাম, ফোন নম্বর, মেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্র নম্বর। মার্কিন প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আরও পড়ুন: নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি
ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিক তথ্য বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, ভূমিসেবা গ্রহণে জাতীয় পরিচয়পত্র সিস্টেমের কারিগরি বিষয়ে ভূমি মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আজ (সোমবার) বৈঠক করে। এখন পর্যন্ত ভূমিসেবা সংক্রান্ত সিস্টেম থেকে নাগরিকদের তথ্য ফাঁস সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশন বা আইসিটি বিভাগ থেকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে লাখ লাখ নাগরিকের তথ্য ফাঁস
ভূমিসেবায় জাতীয় পরিচয়পত্র যাচাইসহ অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের সব তথ্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাভুক্ত বাংলাদেশ জাতীয় ডাটা সেন্টারে সংরক্ষিত আছে বলেও জানায় ভূমি মন্ত্রণালয়।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করছে যে, ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রমে ডাটা নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করা হয় এবং এর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শুরু থেকেই বিদ্যমান।
আরএমএম/জেডএইচ/জিকেএস