ইউনিসেফের নতুন প্রতিনিধি বিগবেডার
বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডোয়ার্ড বিগবেডার। বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে পরিচয়পত্র প্রদান করেন। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন ও দুর্যোগ বিশেষজ্ঞ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ২০ বছরেরও বেশি সময় ধরে কাজের অভিজ্ঞতা রয়েছে বিগবেডারের। বাংলাদেশে আসার আগে তিনি ২০১২ সালের জুন হতে গত নভেম্বর পর্যন্ত হাইতিতে ইউনিসেফ প্রতিনিধি হিসেবে কাজ করেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত তিনি ভারতে ইউনিসেফের ১৩টি মাঠ-পর্যায়ের অফিস ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তিনি ২০০৪ সালের সুনামির পর ইন্দোনেশিয়ায় ইউনিসেফের প্রকল্পসমূহ সমন্বয় ও বাস্তবায়ন করেন।
ফ্রান্সের নাগরিক অ্যাডোয়ার্ড বিগবেডার ১৯৯১ সালে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি ও পরের বছর অরগানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অব প্রোডাকশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।