সুন্দরবনকে মৎস্য অভয়ারণ্য ঘোষণার পরামর্শ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ১০ ডিসেম্বর ২০১৪

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনের পুরো এলাকাকে মৎস্য অভয়ারণ্য ঘোষণার পরামর্শ দেয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সাথে বৈঠক আহবানের জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।

সভায় কমিটির চতুর্থ বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন আগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া সভায় স্থায়ী কমিটি গত ৫ থেকে ৭ নভেম্বর সুন্দরবনের জেলে পল্লী সরেজমিন পরিদর্শন প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উল্লিখিত নতুন পাওয়া সমুদ্র সীমায় মৎস্য আহরনের জন্য কৌশল ও নীতিমালা প্রণয়ন, মৎস্য আহরণ এলাকাকে বিভিন্ন জোনে ভাগ করা, দুবলার চল এলাকায় শুটকী উৎপাদন কেন্দ্র নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা সেবার ব্যবস্থা গ্রহণ, জেলেদের জন্য সোলার প্যানেল স্থাপন, জেলেদেরকে স্বাস্থ্য বীমা ও জীবন বীমার আওতায় অনয়নের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

সভায় সাব-কমিটি সমূহের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনাকালে ঢাকা চিড়িয়াখানাসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানে সকল প্রকার দূর্নীতি ও অনিয়ম তদন্ত করার জন্য কামাল আহমেদ মজুমদার এমপিকে আহবায়ক এবং ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি ও খন্দকার আজিজুল হক আরজু এমপিকে সদস্য করে ২ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য গঠিত ৩ সদস্য বিশিষ্ট সংসদীয় সাব-কমিটির প্রতিবেদন দাখিল করা হয়।

মূল কমিটি তাদের প্রতিবেদন গ্রহণ করে এবং প্রতিবেদনে উল্লিখিত ও সুপারিশকৃত ত্রুটিপূর্নভাবে পশু খাদ্য সরবরাহ, মানসম্মত নয় এমন পশু খাদ্য সরবরাহ, ঢাকা চিড়িয়াখানার যে সকল কর্মকর্তা প্রেষণে অন্য দপ্তরে কর্মরত তাদের প্রেষণ বাতিল করে নিজ দপ্তরে ফেরত আনা এবং চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক, এইচ,এম ইব্রাহীম, ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, খন্দকার আজিজুল হক আরজু, মুহাম্মদ আলতাফ আলী ও সামসুন নাহার বেগম (এডভোকেট) সভায় অংশগ্রহণ করেন। -বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।