এবার হাবিরের কণ্ঠে রাজনীতির গান


প্রকাশিত: ০৯:৫৬ এএম, ১৭ মার্চ ২০১৬

হাবিব নামেই শ্রোতাদের কাছে সুপরিচিত সুরেলা সংগীতের বরপুত্রখ্যাত হাবিব ওয়াহিদ। বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

জনপ্রিয় এই তারকার কণ্ঠে এবার শোনা যাবে রাজনীতির গান। আরো পরিষ্কার করে বলা যায়, বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে কন্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছেন তিনি। গানটি লিখেছেন কবির বকুল। হাবিবের সঙ্গে এই গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন খেয়া। সম্প্রতি এটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে।

তার গাওয়া এ গানের কথা হলো- ও আকাশ বলে দে না রে…মোরে পড়েছে মনে। এ প্রসঙ্গে হাবিব বলেন, ‘মেলোডিয়াস একটি গান এটি। আমি নিজের মতো করে তৈরি করেছি। আমার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছে খেয়া। বেশ ভালো গেয়েছে সে। আমার মনে হয় গানটি সবার ভালো লাগবে।

এদিকে, রাজনীতি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং আনিসুর রহমান মিলন। পুরান ঢাকার একটি রাজনৈতিক পরিবারের কাহিনি নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। এতে দেখা যাবে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত অয়ন অর্ষা নামের এক মেয়ের প্রেমে পড়ে। তার ভাই শাকিলও একই মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়ে। এ নিয়ে দুভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এটি আরও প্রকট হয় যখন অয়ন রাজনীতিতে যোগ দেয়।

বর্তমানে ছবিটি নির্মাণাধীন অবস্থায় আছে। নির্মাতা সূত্রে জানা যায়, ছবিটির সত্তর শতাংশ চিত্রায়ন শেষ হয়েছে।

এনই/এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।