রিজার্ভ চুরির তদন্তে আবারো কেন্দ্রীয় ব্যাংকে সিআইডি


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৭ মার্চ ২০১৬

রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনার তদন্তে আজ দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় ব্যাংকে গেছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিআইডি’র কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকে যান।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভংকর সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলমের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকে গেছেন। প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ  এবং পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। চুরির বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন।  
 
এর আগে, গতকাল বুধবার সিআইডির কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন।

উল্লেখ, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাট হয়ে যাওয়ার বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে মঙ্গলবার গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। ওইদিনই বিকেলে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল পরিমাণ টাকা জালিয়াতির ঘটনায় মঙ্গলবার প্রাক্তন গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আরো দু’জন অর্থনীতিবিদকে সদস্য রাখা হয়েছে। এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন আকারে বিস্তারিত তুলে ধরবে।
 
এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।