ঢাকা-১৭ উপ-নির্বাচন

ফলাফলের গেজেট প্রকাশ, হিরো আলমের আবেদন বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ পিএম, ২৫ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ গেজেট প্রকাশের মাধ্যমে হিরো আলমের পুনর্নির্বাচনের দাবি নাকচ করলো কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

মঙ্গলবার (২৫ জুলাই) ইসি সচিব মো. জাহাংগীর আলমের স্বাক্ষরে উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতের নামে গেজেট প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৩৯ এর ৮ দফা অনুযায়ী বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদের ঢাক-১৭ শূন্য আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করছে। এক্ষেত্রে গেজেটে প্রার্থীর নামের ঘরে মোহাম্মদ আলী আরাফাত, পিতা নামের ঘরে মোহাম্মদ সেতাব উদ্দিন, মাতা নামের ঘরে হাসিবুন নিসা ও ঠিকানা হিসেবে অ্যাপার্টমেন্ট-এ৪, বাসা-১০এ, ৬৯ গুলশান-২ উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন>> পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে হিরো আলম

গত ১৭ জুলাই অনুষ্ঠিত এ উপ-নির্বাচনের একেবারে শেষ বেলায় এসে বানানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে মারধরের শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। ওইদিন তিনি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেও আর ভোট করবেন না বলে এক প্রতিক্রিয়ায় জানান। এরপর বিদেশি সংস্থা ও রাষ্ট্রগুলো তার ওপর হামরার নিন্দা জানায়। ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় দেশজুড়ে। প্রধানমন্ত্রীও ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশনা দেন। এরই মধ্যে এ ঘটনায় দায়ের করা মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তভার দেওয়া হয়েছে ডিবি পুলিশকে।

এরই মধ্যে গত ২৩ জুলাই হিরো আলম ইসিতে গিয়ে পুনর্নির্বাচনের দাবি জানান সিইসির কাছে। একই সঙ্গে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নিলে তিনি হাইকোর্টে যাবেন বলে সাংবাদিকদের জানান।

হিরো আলমের দাবি দু’দিন পর কমিশন বিজয়ী প্রার্থীর গেজেট প্রকাশ করলে আইন অনুযায়ী এখন হাইকোর্টে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। এক্ষেত্রে তাকে হাইকোর্টের এ সংক্রান্ত্র বেঞ্চে অভিযোগ দায়ের করতে হবে।

উপ-নির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) নিজের ডেরায় তুলে নিয়েছিলেন পাঁচ হাজার ৬০৯ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

এমওএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।