প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই ব্যাংকের কম্বল দান
দেশের শীতার্ত মানুষের সাহার্য্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল) ১ লাখ এবং এক্সিম ব্যাংক ২৫ হাজার কম্বল প্রদান করেছে। বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহাবুদ্দিন আহমেদ এবং এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কম্বলগুলো হস্তান্তর করেন।
কম্বল গ্রহণ করে প্রধানমন্ত্রী এই দুই ব্যাংকের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে গরীব ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে বিত্তবানরা দান করলে তাতে গরীব ও দুস্থ মানুষই লাভবান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে ডিবিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক কে শামচি তাবরেজ এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া উপস্থিত ছিলেন।