পটুয়াখালীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০২:৫০ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার পটুয়াখালীতে যাচ্ছেন। তিনি কমিশনিং করবেন “সিজি বেইস অগ্রযাত্রা” নামের দেশের প্রথম কোস্ট গার্ড প্রশিক্ষণ ঘাঁটির।

প্রশিক্ষণ ঘাঁটি ‘সিজি বেইজ অগ্রযাত্রা’র কার্যালয় থেকে জানা যায়, পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকায় প্রায় ২৪ একর জমির উপর ৪৩ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে কোস্ট গার্ডের আধুনিক প্রশিক্ষণ ঘাঁটি স্থাপিত হয়েছে।

এছাড়াও প্রধানমন্ত্রী সেখানে পটুয়াখালী পৌরসভার অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ধরনের ৫টি প্রকল্পের উদ্বোধন এবং কলাপাড়া উপজেলার আনসার ও ভিডিপি ব্যাটেলিয়ন হেড কোয়ার্টার নির্মাণ কাজসহ জেলার বিভিন্ন এলাকায় ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।