ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩১ জুলাই ২০২৩
ফাইল ছবি

পৌরসভা নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনী কাজে বাধা দেওয়ার কারণে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩০ জুলাই) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিটি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৬ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের আগের দিন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের সভা চলছিল। এসময় হঠাৎই ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাকক্ষে প্রবেশ করে উপস্থিত একজন সংবাদকর্মীকে হুমকি দেন, অসৌজন্যমূলক আচরণ করেন। পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীর সঙ্গে একজন জনপ্রতিনিধির, উপজেলা চেয়ারম্যানের এ আচরণ কমিশনের জন্যও বিব্রতকর। এ বিষয়ে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৭৩ (১) (ক)( অ) ও বিধি ৭৩ (২) এবং পেনাল কোড ১৮৬০ এর সেকশন ১৭১ এফ অনুসারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার কথা বলা হয়েছে। উল্লিখিত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এর আগে রিটার্নিং অফিসার ঘটনার চিত্র তুলে ধরে ইসিতে প্রতিবেদন পাঠান। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান ইউ নোট (আন অফিসিয়াল) বা অনানুষ্ঠানিক চিঠিতে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

গত ১৭ জুলাই দক্ষিণের জেলা পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় ভোট হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. ফাইজুর রশিদ নৌকা প্রতীকে ৯ হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহিবুল হোসেন মাহিম পেয়েছেন পাঁচ হাজার ৭১ ভোট। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয়। ভোটগ্রহণ সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করে ইসি।

এমওএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।