দিল্লিতে আজ ছিটমহল বিনিময় নিয়ে বৈঠক


প্রকাশিত: ০৩:২৪ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

ছিটমহল বিনিময় নিয়ে আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের সঙ্গে বৈঠক করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্য সচিব সঞ্জয় মিত্র এবং স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। নয়াদিল্লী সুত্রে জানা গেছে, মূলত পুর্নবাসন প্যাকেজ নিয়ে আলোচনা হতে পারে।

ভারতীয় সংসদের এ বিষয়ক সীমান্ত সুরক্ষা সংশোধনী বিলটি পাস করার জন্য চলতি সপ্তাহে তোলা হবে। সংসদের এ বিষয়ক কমিটিতে সর্বদলীয় একটি বৈঠকে সংশোধিত বিলটি সংসদে শেষ করার বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। এদিকে, রাজ্য সরকার উচ্চ পর্যায়ের ২ প্রতিনিধির কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের খবরে সন্তোষ প্রকাশ করেছেন ভারত-বাংলাদেশে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি।

কমিটির শীর্ষ নেতা দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ক্রমশ ছিটমহল বিনিময়ের সম্ভবনা উজ্জ্বল হচ্ছে। পুর্নবাসন প্যাকেজ নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়ে দিয়েছি। আগত ১৪৯টি পরিবারে বাসস্থানের জন্য জমি আমরা ছিটমহলে ব্যবস্থা করেছি। এছাড়া আগামী ২ বছর প্রতিদিন পরিবার পিছু ৫ কেজি করে চাল দেওয়ার কথাও জানিয়েছে। এই চাল ও জমি সবটাই দেবেন ছিটমহলের বাসীন্দারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।