কপিরাইট বিল পাসের জন্য সংসদে রিপোর্ট দেওয়ার সুপারিশ
কপিরাইট বিল, ২০২৩-এর সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি জাতীয় সংসদে পাসের উদ্দেশে সংশোধিত আকারে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বুধবার (২ আগস্ট) সংসদ ভবনে কমিটির ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি। এসময় কমিটির সদস্য সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও অসীম কুমার উকিল বৈঠকে অংশ নেন।
বৈঠকের আগে জাতীয় সংসদে উত্থাপিত এবং পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য কমিটিতে পাঠানো ‘কপিরাইট বিল, ২০২৩’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়। এসময় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের পর বিলটি পাসের উদ্দেশে সংশোধিত আকারে জাতীয় সংসদে রিপোর্ট দেওয়ার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।
বৈঠকের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোন, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনের শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাংলাদেশ কপিরাইট এর রেজিস্ট্রারসহ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
আইএইচআর/এমএএইচ/জেআইএম