ঘুরে দাঁড়াতে পারবে না বিএনপি : ওবায়দুল কাদের


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৯ মার্চ ২০১৬

কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার বেলা ১১টায় আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী যখন আশুলিয়ায় এমন বক্তব্য দিচ্ছিলেন তখন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল চলছে।    

মন্ত্রী আরো বলেন, ঘুরে দাঁড়ানোর ডাক দিয়ে বিএনপি যে কাউন্সিল আহ্বান করেছে তাতে ঘুরে দাঁড়ানোর কোনো আভাস পাওয়া যাচ্ছে না। যেহেতু নেতৃত্বে কোনো পরিবর্তন হচ্ছে না, তাই ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভবনাও নেই।’   

বিএনপির কাউন্সিল করতে কোন বাধা দেয়া হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, বাধা দিলে বিএনপি তাদের কাউন্সিল করতে পারতো না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়াদী উদ্যানও তাদের বরাদ্দ দেয়া হয়েছে। বিএনপি আগুন সন্ত্রাসের রাজনীতি করে বলেই তাদের কাউন্সিলে এবার কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আল-মামুন/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।