এআইইউবি’র সঙ্গে এইআরডি’র চুক্তি স্বাক্ষর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৯ আগস্ট ২০২৩

ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশন (এআইইউবি) এবং অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকার (এইআরডি) মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত।

ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন (ডি২এ২আই), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি)-র মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (৭ আগস্ট) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এআইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক চৌধুরী আকরাম হোসেন, এইআরডি’র প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সুজু হেন বালডুইন চেন, এইআরডি’র সদস্য শাহজাইব মুয়াজ আবেদীন, লিয়াম অলিভার নোভাক, ঝাওয়ান স্যাম কুই, ইয়ান মাইকেল মেসারভি এবং এআইইউবি’র প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন উপস্থিত ছিলেন।

এইআরডি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা প্রতিষ্ঠান যেখানে শিক্ষর্থীরা হাইব্রিড রকেট ইঞ্জিন নিয়ে গবেষণা করার সুযোগ লাভ করেন। ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন (ডি২এ২আই) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে মানসম্পন্ন গবেষণার জন্য তরুণ গবেষকদের উদ্ভাবনকে উৎসাহিত করে থাকে। এ চুক্তি তরুণ প্রজম্মের গবেষকদের এ ধরনের কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত উৎসাহিত করবে।

ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।