পদোন্নতি পেলেন স্বাস্থ্য বিভাগের ৯ কর্মকর্তা


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৯ মার্চ ২০১৬

রাষ্ট্রপতির প্রমার্জনায় পরিচালকের পদে পদোন্নতি পেলেন স্বাস্থ্য বিভাগের নয় কর্মকর্তা। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (ডিপিসি) সুপারিশ ও ফিডার পদে চাকরির অভিজ্ঞতা প্রমার্জনা করে এ সকল কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর তৃতীয় গ্রেড টাকা ৫৬ হাজার ৫০০-৭৪ হাজার ৪০০ বেতনক্রমে পরিচালক/সমমানের পদে পদোন্নতি দিয়ে তাদের পদায়ন দেয়া হয়।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল শাখা-২ এর উপ-সচিব ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের ইএসডি (এসেনশিয়াল সার্ভিস ডেলিভারি) শাখার লাইন ডিরেক্টর (চলতি দায়িত্ব) ডা. মো. লোকমানউদ্দিন আজাদকে পরিচালক, ওএসডি স্বাস্থ্য অধিদফতর ও লাইন ডিরেক্টর ইএসডি করা হয়।

চট্টগ্রাম বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) স্বাস্থ্য ডা. মো. আলাউদ্দিন মজুমদারকে চট্টগ্রাম বিভাগের পরিচালক (নিয়মিত) স্বাস্থ্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ও লাইন ডিরেক্টর মেটারনাল নিওনেটাল অ্যান্ড এডোলেসেন্ট ডা. হাবিব আবদুল্লাহ সোহেলকে পূর্বপদে নিয়মিত পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) পরিকল্পনা ও লাইন ডিরেক্টর, প্ল্যানিং মনিটরিং অ্যান্ড রিসার্চকে পূর্বপদে নিয়মিত পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

সিলেট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) স্বাস্থ্য ডা. গৌরমনি সিনহাকে পূর্বপদে নিয়মিত পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) এমবিডিসি ও লাইন ডিরেক্টর টিবি অ্যান্ড লেপ্রোসি ডা. মো. কামরুল ইসলামকে পূর্বপদে নিয়মিত পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চলতি দায়িত্ব) প্রশাসন ডা. মো. এহতেশামুল হক চৌধুরীকে পূর্বপদে নিয়মিত পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

রাজশাহী বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. আবদুর রাজ্জাক মিয়াকে পূর্বপদে নিয়মিত পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

এমইউ/একে/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।