ডিসিসি’র নতুন প্রশাসক নিয়োগ


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১১ ডিসেম্বর ২০১৪

ঢাকার দুই সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ওএসডি অতিরিক্ত সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত) মো. শওকত মোস্তফাকে ঢাকা দক্ষিণ ও পাট অধিদপ্তরের মহাপরিচালক রাখাল চন্দ্র বর্মনকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে প্রশাসকদের মেয়াদের বিষয়ে কিছু বলা হয়নি। তবে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী প্রশাসকদের মেয়াদ ছয় মাস।

অপর আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইব্রাহিম হোসেন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ফারুক জলিলকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।