মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবি


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২০ মার্চ ২০১৬

জনগণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার মূল অন্তরায় স্বাস্থ্য বিভাগে নার্সিং জনবল সংকট নিরসনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অনুযায়ী দ্রুত পূর্বের ন্যায় ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে ১০ হাজার নার্সসহ সকল শুন্যপদে নিয়োগ বাস্তবায়নের দাবি জানিয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউন্সে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি যৌথ আয়োজনে এক সংবাদ সম্মেলনের এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে আগামী ৩ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ১৭ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচী পালন করবে সংগঠনগুলো।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসাইন, বাংলাদে বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নাহিদা আক্তার প্রমুখ  উপস্থিত ছিলেন।

এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।