স্যামসাং এস৭ এজ প্রি-বুকারদের হ্যান্ডসেট হস্তান্তর


প্রকাশিত: ০২:১৬ পিএম, ২০ মার্চ ২০১৬

স্যামসাং মোবাইল বাংলাদেশ শুক্রবার থেকে দেশব্যাপী বিভিন্ন আউটলেটে এস৭ এজ প্রি-বুকারদের হ্যান্ডসেট হস্তান্তর শুরু করেছে। রোববার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল-এ স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন কয়েকজন এস৭ এজ প্রি-বুকারদের হ্যান্ডসেট হস্তান্তর করেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণফোনের সহায়তায় স্যামসাং এস৭ এজ-এর প্রি-বুকিং চালু করে স্যামসাং মোবাইল বাংলাদেশ।  গত ১৪ মার্চ নির্ধারিত সময় শেষ হওয়ার ২ দিন আগেই তিন হাজার হ্যান্ডসেটের প্রি-বুক স্টক শেষ হয়ে যাওয়ার মাধ্যমে হ্যান্ডসেট প্রি-বুকিংয়ের রেকর্ড ভাঙে স্যামসাং।

উল্লেখ্য, অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কো. লি. বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে।

স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।

আরএম/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।