বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না: বিএসএমএমইউ উপাচার্য
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন।
শনিবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। আলোচনা সভার আয়োজন করে গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ উপাচার্য বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। ষড়যন্ত্রকারীরা চায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। তারা বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। এটা স্বাধীনতাবিরোধী অপশক্তির সহ্য হচ্ছে না। তাই তারা বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ অর্গানাইজেশন উত্তরার সভাপতি শেখ মামুনুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যুগ্ম সাধারণ সম্পাদক এম টিপু সুলতান প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা যুব কল্যাণ সমিতি, ঢাকার সভাপতি শেখ অলিদুর রহমান হীরা। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ইকবাল।
এএএম/কেএসআর/জেআইএম