ঢাকা-নারিতা ফ্লাইট

৫ শর্তে বিয়ার-লিকার সরবরাহ করতে পারবে বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ২৭ আগস্ট ২০২৩
ফাইল ছবি

আগামী ১ সেপ্টেম্বর ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নারিতা রুটে ফ্লাইট পরিচালিত হবে। এ ফ্লাইটের যাত্রীদের পরিবেশন করতে শুল্কমুক্ত সুবিধায় বিয়ার ও লিকার আমদানি করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমতি চায় বিমান। এরই পরিপ্রেক্ষিতে বিমানকে পাঁচ শর্তে বন্ড সুবিধায় আমদানি করা বিয়ার-লিকার সরবরাহের অনুমতি দিয়েছে এনবিআর।

সম্প্রতি কাস্টমস, রপ্তানি ও বন্ডের দ্বিতীয় সচিব নাজমুন নাহার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ সুবিধা পেতে হলে বিমানকে ‘দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯’-এর সেকশন ১০০, ১০১ ও ১০২ এর বিধানসমূহ প্রতিপালন করতে হবে। এ অনুমোদনের মাধ্যমে শুধু ঢাকা-নারিতা ফ্লাইটে সরবরাহের উদ্দেশে বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে বিয়ার/লিকার কেনা যাবে। বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে গৃহীত পণ্যমূল্যের সমপরিমাণ মূল্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড পরবর্তী প্রাপ্যতাসমূহ থেকে সমন্বয়/বিয়োজন করা হবে। এ অনুমোদনপত্রের কার্যকারিতাপত্র জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য প্রযোজ্য হবে।

এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে গৃহীত পণ্যের বিবরণ, সংখ্যা ও মূল্য সংবলিত তথ্য সংশ্লিষ্ট কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট বরাবর মাসিক ভিত্তিতে দাখিল করতে হবে। বন্ড কমিশনারেট ওই বিবরণ যাচাই ও প্রত্যয়নপূর্বক প্রতি মাসের তথ্য পরের মাসের ১০ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডে পাঠাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ বিমানের ঢাকা-নারিতা ফ্লাইটের জন্য চাহিদাকৃত বিয়ার-লিকার আইটেম বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে বন্ড সুবিধায় নির্ধারিত বিক্রয়মূল্যে সংগ্রহ করে ব্যবহারের জন্য অনুমতি চাওয়া হয়েছে।

আবেদনটি পর্যালোচনাক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩-২৪ অর্থবছরের প্রাপ্যতার বিষয়টি প্রক্রিয়াধীন এবং বিবেচ্য ফ্লাইটে চালুর পূর্বে সময়ের স্বল্পতার বিষয়টি বিবেচনাপূর্বক বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে বন্ড সুবিধায় বিয়ার/লিকার জাতীয় পণ্য আমদানির অনুমতি প্রদানে জাতীয় রাজস্ব বোর্ড সম্মতি দিয়েছে।

এসএম/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।