বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢামেকে আলোচনা সভা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ২৯ আগস্ট ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) উদ্যোগে এ আলোচনা সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা নার্সেস পরিষদের আহ্বায়ক কারিমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

সভার প্রধান অতিথি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, বঙ্গবন্ধু তার জীবনের ১৩টি বছর জেলে কাটিয়েছেন বাঙালির অধিকার আদায়ের জন্য। তার জন্মই হয়েছিল দক্ষিণ এশিয়ায় ছোট্ট একটি দেশ বাংলাদেশকে স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে জন্ম দেওয়ার জন্য।

অনুষ্ঠানের প্রধান বক্তা স্বাচিপ সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন বাঙালির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আজ এ শোকের মাসে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরাতে স্বাধীনতার পরাজিত শত্রুরা। কিন্তু আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাঘাত ঘটাতে পারেনি। সামনে উন্নয়নের ধারা কার হাতে থাকবে ভোটের মাধ্যমে বিচক্ষণতার সঙ্গে নির্ধারণ করতে হবে আমাদের।

শোকসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. মো. শফিকুল আলম চৌধুরীসহ আরও অনেকে।

কাজী আল আমিন/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।