পায়রা বন্দরের উন্নয়নে আগ্রহী ভারত


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ২১ মার্চ ২০১৬

পটুয়াখালীতে দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রার বন্দরের উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সোমবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের সঙ্গে দেখা করে তার এই আগ্রহের কথা জানান।

শাজাহান খান ও হর্ষ বর্ধনে মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি এবং চট্টগ্রাম, মংলা, আশুগঞ্জ ও পানগাঁও বন্দর ব্যবহারের বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। দু’দেশের মধ্যে কোস্টাল জাহাজ এবং ভবিষ্যতে ক্রুজ সার্ভিস চলাচলের বিষয়ও কথা হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ও এ সময় উপস্থিত ছিলেন।

এএস/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।