তাসকিনের নিষেধাজ্ঞায় পর্যবেক্ষণ চাইছে বাংলাদেশ
দেশসেরা ফাস্ট বোলার তাসকিন আহমেদের বোলিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত পর্যবেক্ষণ চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সোমবারের মধ্যেই আইসিসি বরাবর এ আবেদন করবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী।
রোববার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর ও প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনকে তাসকিনের বোলিং নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানান। তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষার প্রক্রিয়াগত বিভিন্ন ত্রুটি তুলে ধরে আইসিসিকে একটি মেইলও পাঠিয়েছিল বিসিবি। তাদের আশা ছিল, এতে ইতিবাচক সিদ্ধান্ত জানাবে আইসিসি; কিন্তু তা না হওয়ায় আনুষ্ঠানিকভাবে সোমবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করছে বিসিবি।
পর্যবেক্ষণ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা পর্যবেক্ষণ নোটিশ পাঠানোর চিন্তা করছি। বিষয়টি এখন প্রক্রিয়াধীন আছে। আজকের মধ্যেই হয়তো তা পাঠানো হবে। এ ক্ষেত্রে অনেক সময় শুনানিতেই সমস্যার সমাধান হয়ে যায়। তাই আমরা এখনই আশা ছাড়ছি না।’
এ প্রক্রিয়ায় খুব দ্রুত নিষেধাজ্ঞা উঠে যাবার সম্ভাবনা কম। নতুন করে পরীক্ষা দিতে না হলেও এক বা একাধিক শুনানির মাধ্যমে দুই পক্ষ তাদের নিজেদের যুক্তিতর্ক তুলে ধরবে। এরপর হবে সিদ্ধান্ত। এতে তাসকিনের নিষেধাজ্ঞা উঠতে পারে, আবার নাও উঠতে পারে।
তবে তাসকিনের এ বিশ্বকাপেই ফিরে আসার সম্ভবনা খুব কম। আইসিসির বোলিং অ্যাকশনের তাসকিনের সেই রিপোর্টের ভিত্তিতে শুনানি হবে। যদি বিসিবি সোচ্চার হয়, তাহলে মাস খানেকের মধ্যেই তাসকিন অবৈধ বোলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পাবেন। যদি তা না হয় তাহলে আবার অ্যাকশনের পরীক্ষা দিয়েই ফিরতে হবে তাসকিনকে।
আরটি/আইএইচএস/পিআর