সুষ্ঠু হজ ব্যবস্থাপনা

হাবের সভাপতিকে ধন্যবাদ জানিয়ে ধর্ম সচিবের চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩১ আগস্ট ২০২৩

চলতি বছর সুষ্ঠু হজ ব্যবস্থাপনার অবদান রাখায় হজ এজেন্সিস অব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতিকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব।

সম্প্রতি ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমকে এ চিঠি দেন। চলতি বছর গত ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

চিঠিতে ধর্ম সচিব লিখেছেন, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হলো হজ। ইসলামী বিধান অনুযায়ী আর্থিকভাবে স্বচ্ছল ও শারীরিকভাবে সক্ষম সকল মুসলমান নর-নারী জন্য হজ ফরজ। হজে বিশ্বের সব দেশের ধর্মনিষ্ঠ মুসলমানদের মহাসম্মেলন হয়। আপনি জেনে আনন্দিত হবেন যে, বাংলাদেশ থেকে ১৪৪৪ হিজরি/২০২৩ খ্রিস্টাব্দের হজে সরকারি ও বেসরকারি মাধ্যমে সর্বমোট এক লাখ ২২ হাজার ৫৫৮ জন ধর্মপ্রাণ হাজী হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় গমন করেন এবং হজের যাবতীয় রীতি-নীতি যথাযথভাবে সম্পাদন করে দেশে প্রত্যাবর্তন করেন। হজ একটি সময়াবদ্ধ অবশ্য পালনীয় এবাদত হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে হজে গমনেচ্ছু সম্মানিত সব হজযাত্রীর প্রাক-নিবন্ধন, নিবন্ধন, বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট, ভিসা কার্যক্রম সম্পাদন, ফ্লাইট সিডিউল নির্ধারণ, নির্ধারিত ফ্লাইটে সৌদি আরব গমন এবং সেখানে হজযাত্রীদের জন্য আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে হয়।

‘ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবং ২০২৩ সনের হজ কার্যক্রমে অংশ নেওয়া ৬০৩টি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরবে হজযাত্রী পাঠানো এজেন্সিসগুলোকে সময়োচিত পরামর্শ ও সার্বক্ষণিক সহায়তা দেওয়া, বিশেষ করে এসএন ট্রাভেলসের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া অনিশ্চিত হয়ে যাওয়ার পর তাদের সৌদি আরবে পাঠানোর ক্ষেত্রে আপনার অসামান্য অবদান আমি আন্তরিকতার সঙ্গে স্মরণ করছি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং আল্লাহর মেহমানদের সেবায় আপনার প্রজ্ঞা ও শ্রমের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

হাব সভাপতির উদ্দেশ্যে সচিব আরও লিখেন, আগামী দিনগুলোতে হজ ব্যবস্থাপনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে সহায়তা দেওয়াসহ সম্মানিত হাজীদের সঠিকভাবে সেবা প্রদানে অবদান রাখার জন্য মহান আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। মহান আল্লাহর কাছে আপনার সুস্থ ও সুখময় জীবন কামনা করছি।

আরএমএম/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।