চাকরি দেওয়ার নামে প্রতারণা, ডিএনসিসির মামলায় আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৩
আটক মো. মোমিন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো, মোমিন। এর আগে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে গুলশান থানায় এ ঘটনায় মামলা করে ডিএনসিসি।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে বলেন, জাল কাগজপত্র সৃজন এবং ডিএনসিসির কর্মকর্তাদের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র প্রদান করার অভিযোগে আটক মো. মোমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে ডিএনসিসি।

এর আগে দুপুরে শাহিনা আক্তার নামে একজন নারী এরিয়া সুপারভাইজার (মহিলা), বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, অঞ্চল-২ নামক পদের বিপরীতে একটি ভুয়া নিয়োগপত্র ও নকল আইডি কার্ড নিয়ে গুলশান-২ নগর ভবনে উপস্থিত হলে বিষয়টি সম্পর্কে জানা যায়। মূলত ঢাকা উত্তর সিটি করপোরেশনে এরিয়া সুপারভাইজার নামে কোন পদ নেই।

শাহিন আক্তার জানায়, আটক মোমিন তার কাছ থেকে মোট আংকের টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগ দেন।

উক্ত নিয়োগপত্রে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্র দেন, যেটির সঙ্গে ডিএনসিসির কোনো সংশ্লিষ্টতা নেই এবং অভিযুক্ত আসামি মো. মোমিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেউ না।

এমএমএ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।