অজ্ঞানপার্টির খপ্পরে ২৫ হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নাসিরুল হক নাসির (৪৮) নামের এক ব্যবসায়ীর ২৫ হাজার টাকা খোয়া গেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

নাসিরের স্ত্রী সাজিয়া জাহান বলেন, আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী। আজ সকালে বন্ধন পরিবহনে নারায়ণগঞ্জে যাওয়ার পথে গাড়ির মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে তার কাছে থাকা ২৫ হাজার টাকা নিয়ে যায়। পরে বন্ধন কাউন্টারে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ এলাকায় অজ্ঞনপার্টির খপ্পরে পড়ে এক ব্যবসায়ী এসেছেন। তাকে পাকস্থলী ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।