কক্সবাজারে বৃষ্টি উপেক্ষা করে চলছে ভোটগ্রহণ
মৌসুমের প্রথম বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার জেলার ১৬টি ইউনিয়নে প্রথম ধাপে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকেই অধিকাংশ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি রয়েছে লক্ষ্য করার মতো। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক দৃষ্টি নিয়ে দায়িত্ব পালন করছে।
তবে ভোটগ্রহণ শুরু হওয়ার দুই ঘণ্টার মাথায় কুতুবদিয়ার আলী আকবর ডেলি ইউপির নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থী ফিরোজ খান চৌধুরী। ইউনিয়নের ৯ কেন্দ্রের মাঝে ৭ কেন্দ্রের ভোট ডাকাতির অভিযোগে তার বড়ভাই জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন ভোট ডাকাতির অভিযোগ সত্য নয় দাবি করে বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সতর্ক দৃষ্টি নিয়ে দায়িত্বপালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।
উল্লেখ্য, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার ৬টি, কুতুবদিয়া উপজেলার ৬টি, টেকনাফ উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আদালতের নির্দেশে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন সোমবার স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে সমস্ত প্রস্তুতির পরও ওই ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা।
নির্বাচনে ১৬টি ইউনিয়নে এবার আওয়ামীলীগ, বিএনপি এবং বিদ্রোহীসহ চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮১ এবং সাধারণ সদস্য পদে ৩৫১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, মহিলা সদস্য পদে ৬০ জন ও সাধারণ সদস্য পদে ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সীমান্ত উপজেলার টেকনাফের ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৫৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস