আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা: ৪৮ ঘণ্টার মধ্যে আসামি ধরলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৩

ওসমান গণি (৪৬) নামে নাটোরের একজন ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলামকে (৩৯) মামলার ৪৮ ঘণ্টার মধ্যে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ৩ সেপ্টেম্বর নিহত ওসমান গণি নাটোরের লালপুরে কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের জাহাঙ্গীর হোসেনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় একই গ্রামের মো. সাইফুল ইসলামসহ ৫/৬ জন ধারালো অস্ত্র, লোহার হাতুড়ি, লোহার রড ও বাশেঁর লাঠি নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওসমানের ওপর হামলা করে।

হামলাকারীরা তাদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ওসমানের হাত-পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। পরবর্তী সময়ে ওসমান গণির স্বজনরা এগিয়ে এলে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

আরও পড়ুন: নাটোরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

এ ঘটনায় নিহতের ভাতিজা কুতুব উদ্দীন বাদী হয়ে নাটোরের লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশব্যাপী বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব আসামিদের গ্রেফতার উদ্দ্যেশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিটি/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।